ভারতের সাথে আর আমাদের তুলনা চলে না, অবশেষে মেনে নিল পাকিস্তান

মুম্বইয়ের পর রাজধানী শহর দিল্লিতে দ্বিতীয় ব্র্যান্ড স্টোর খুলতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। দিল্লির সাকেতে এই অ্যাপেল স্টোর খোলা হবে। ভারতে এটি হতে চলেছে অ্যাপেলের দ্বিতীয় স্টোর এবং দিল্লিতে প্রথম। ২০ এপ্রিল এই নতুন অ্যাপেল স্টোরের উদ্বোধন হয়েছে । ভারতে অ্যাপেলের দ্বিতীয় স্টোরের নাম হতে চলেছে ‘অ্যাপেল সাকেত’। যদিও ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। আইফোন নির্মাতা সংস্থা এও ঘোষণা করেছে যে অ্যাপল সাকেত এবং ভারতে কোম্পানির অন্যান্য ক্রিয়াকলাপগুলি কার্বন নিরপেক্ষ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চালিত হবে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই স্টোর ভালভাবে পর্যবেক্ষণ করে নেওয়া আছে।

এদিকে এই খবর কানে আসছেন হা-হুতাশ শুরু হয়েছে পাক নাগরিকদের মধ্য। অনেকেই টুইট করে একটা কথাতেই বুঝিয়ে দিয়েছেন যে, ভারতের সঙ্গে আর পাকিস্তানের তুলনা চলে না। আবার কেউ কেউ লিখেছে, ‘একদিকে মুম্বইয়ের অ্যাপল স্টোরের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে। অন্যদিকে পাকিস্তানে বিনামূল্যে রেশন পেতে শত শত লোক দাঁড়িয়ে।’ তবে কিছু টুইটার ব্যবহারকারী ভারত ও পাকিস্তানের ভিন্ন অগ্রাধিকারেরও তুলনা করেছেন। পাকিস্তানবাসীরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা করছে ভারত। অন্যদিকে পাকিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ বিপরীতে। যদিও, সমালোচকদের মতে, রাজনীতিবিদরাই ভারত ও পাকিস্তানের শত্রুতার প্রচার করে তার সুবিধা ভোগ করছেন। এইসব বলে জনগণকে বিভক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে পাকিস্তান সময়ের সঙ্গে ভারতের তুলনায় অনেক বেশি পিছিয়ে গিয়েছে।