দর্শকের জন্য দুঃসংবাদ! বন্ধ হয়ে গেল ‘হেরা ফেরি ৩’ এর শুটিং

বলিউডে বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠেছে ‘হেরা ফেরি’ ছবিটি। দু দশক আগে মুক্তি পেয়েছিল হেরা ফেরির প্রথম অধ্যায়। তার বছর ছয় পরে মুক্তি পায় হেরা ফেরি ২। তারপর কেটে গিয়েছে ১৭ বছর। হেরা ফেরি তৃতীয় অধ্যায় কবে মুক্তি পাবে তা নিয়ে বর্তমানে প্রশ্ন চাগার দিয়ে উঠেছে অনুরাগীদের মনে।

চলতি বছর শুরু হতেই শোনা গিয়েছিল হেরাফেরি থ্রি ছবির কাজ শুরু হয়েছে। এমনকি সিনেমার সেটে অক্ষয় কুমার, সুনীল শেটি ও পরেশ রাওয়ালকে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে হঠাৎই থেমে যায় সব। একাধিক বিতর্ক দানা বাঁধতে শুরু করে। প্রথমত অনুরাগীরা ফারহাদ সামজির পরিচালনা নিয়ে আপত্তি জানায়। এমনকি তাঁকে পরিচালকের চেয়ার থেকে সরানোর জন্য অনেকে টুইট করে। এমনকি রিমুভ ফারহাদ সামজি ফ্রম হেরা ফেরি, একটা ট্রেন্ড হয়ে দাঁড়ায়। আর এর পরেই শুরু হয় আইনি জটিলতা। টি সিরিজ বিবৃতি প্রকাশ করে জানানো হয়, যে হেরা ফেরি সব গানের স্বত তাদের কাছে আছে। স্বত দাবি করার সেই তালিকায় জুড়েছে ইরস ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার নাম।

সম্প্রতি একটি বিবৃতিতে এই সংস্থা জানিয়েছে, হেরা ফেরি ফ্রাঞ্চাইজ এর সব ছবির মেধা স্বত এর অধিকার। একমাত্র তাদের কাছেই আছে ফিরোজ নাদিওয়াদলার বেস ইন্ডাস্ট্রিস গ্রুপের কাছ থেকে ৬০ কোটি টাকার বেশি প্রাপ্য। এই সংস্থাকে ওই ব্যক্তির সংস্থা ওই টাকা শোধ না করা পর্যন্ত ইরস ইন্টারন্যাশনাল এর কাছেই হেরাফেরি স্বত থাকবে।

এখানেই শেষ হয়নি, তারা আরও জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া দেশে বা বিদেশে হেরা ফেরি ৩ ছবি মুক্তির পথে এগোতে পারবে না। বর্তমানে প্রশ্ন এই আইনি জট কাটিয়ে কবে ছবির কাজ ফের এগোবে। আপাতত সেই চিন্তার মুখেই পড়েছে নির্মাতারা।