রাজের দিকে নজর! যা ছিল, তা ভালোই ছিল, মন্তব্য শ্রাবন্তীর

সম্প্রতি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন টলিউডের ব্যস্ততম পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। আর সেখানেই তাঁর ইউরিন ইনফেকশন ধরা পড়ে। তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নিজের চেহারা আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই হইহই পড়ে যায়। নিজের চেহারা একেবারে বদলে ফেলেছেন রাজ।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি রাজ শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে পরিচালকের একমুখ দাড়ি-গোঁফ উধাও। একেবারে ক্লিন শেভড। রাজের এই চেহারায় সবাই অবাক বনে গিয়েছেন। যদিও, রাজ তাঁর আগের ও পরের ছবিও পোস্ট করেছেন। যাতে সকলে পার্থক্যটা বুঝতে পারে। আসলে রাজের এই চেহারা দেখতে কেউই অভ্যস্ত নন। তিনি বরাবরই দাড়ি-গোঁফেই থাকেন। পরিচালকের সহকর্মীরাও অবাক তাঁকে দেখে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজের পোস্টে লিখেছেন, ‘দাড়িটাই ভাল ছিল।’ অন্যদিকে ধুলোকনার অভিনেতা ইন্দ্রাশিস রায়ের প্রশ্ন, ‘এটা কী করলে?’ এমন অনেক মন্তব্যেই ভরে গিয়েছে রাজের পোস্টের কমেন্ট বক্স।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আবার প্রলয় সিরিজের শ্যুটিং শেষ করেছেন রাজ চক্রবর্তী। এই সিরিজের মাধ্যমে তিনি প্রথমবার ওটিটিতে পা রাখতে চলেছেন পরিচালক হিসাবে। এই সিরিজের প্রযোজক হিসাবে দেখা যাবে রাজ-ঘরণীকে। এ ছাড়া এসভিএফ ব্যানারেও এক নতুন প্রজেক্টে কাজ করছেন রাজ। এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক ব্যস্ততা। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত পরিচালক-বিধায়ক। তবে গরমের কারণেই হোক বা নিজের চেহারা বদলানোর জন্য দাড়ি-গোফ কেটে মন্দ লাগছে না পরিচালককে। যদিও কেউ কেউ তাঁর এই চেহারা ভালো লাগছে না বলে জানিয়েছেন।