মোহময়ী সুন্দরী নারীদের থেকে মুখ ফেরাতে চাইছে চীনারা

চীন তাদের নাগরিকদেরকে বিদেশি গুপ্তচর সংস্থার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। যেসব বিদেশি গুপ্তচর সংস্থা ‘মোহমোয়ী সুন্দরী’ নারীদের দিয়ে মানুষকে প্রলুব্ধ করে ব্ল্যাকমেইল করতে চেষ্টা করে, সেই সৌন্দর্যের পেছনে না ছুটতে নাগরিকদের সাবধান করেছে চীন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, লি সি নামের এক চীনা নাগরিক বিদেশে ভ্রমণের সময় একটি নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানে তিনি বিদেশি গুপ্তচরদের ব্ল্যাকমেইলের শিকার হন। বিবিসি জানায়, সর্বসাম্প্রতিক সতর্কবার্তাটি এসেছে লি সি নামের চীনা নাগরিকের ফাঁদে পড়ার ঘটনার পর। রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় উইচ্যাটের পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে নাগরিকদের সতর্ক করেছে। বলা হয়েছে, স্থানীয় একজন ট্যুর গাইড লি কে একটি নাইট ক্লাবে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে তাকে সেই রাতের জন্য কয়েকজন নারীকে বেছে নিতে বলা হয়েছিল। তবে ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি।

উইচ্যাটের পোস্টে বলা হয়, লি সম্ভবত একটি রাষ্ট্র-মালিকানাধীন ফার্মে কাজ করতেন। তিনি জানতেনই না যে তার সব কর্মকাণ্ড নজরে রাখা হচ্ছে। নারীদের নিয়ে লি যে কক্ষে গিয়েছিলেন সেখানে এক পর্যায়ে কিছু বিদেশি ঢুকে পড়ে তার নগ্ন ছবি তোলা শুরু করে। ছবিগুলো প্রকাশ করার ভয় দেখিয়ে লি-কে ব্ল্যাকমেইল করতে শুরু করে তারা। তাকে তাদের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে বাধ্য করা হয়। লি ভয়ে তার নিজের ল্যাপটপ দিয়ে দিয়েছিলেন বলে চীনের নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে। এভাবে প্রায় ১০ বছর ধরে ওই ল্যাপটপে ধারণ করা গোপন গুরুত্বপূর্ণ তথ্য গুপ্তচর সংস্থার হাতে পড়ে যায়।

তবে লি’র দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। তিনি চীনে ফেরার পরও সংস্থাটি তাকে আরও তথ্য সরবরাহ করার জন্য বাধ্য করতে থাকে। শেষ পর্যন্ত লি বিদেশি গোয়েন্দা গোষ্ঠীর পুতুলে পরিণত হন এবং চীনের জাতীয় নিরাপত্তার অপরিমেয় ক্ষতি করে ফেলেন। লি-কে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার কঠোর বিচার করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। অগাস্টে চালু হওয়ার পর থেকে চীনের মন্ত্রণালয় তাদের অফিসিয়াল উইচ্যাট পেজে ঘন ঘন আপডেট পোস্ট করছে। গত মাসে তারা সামরিক সরঞ্জামের ছবি তোলা নিয়েও নাগরিকদের সতর্ক করেছে।

এদিকে, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় চীনের গোয়েন্দা এবং গোপন পুলিশ সংস্থা হিসেবে কাজ করে। তারা বিদেশি গুপ্তচরদের বিপদ সম্পর্কে নাগরিকদের দিন দিনই আরও বেশিমাত্রায় সতর্ক করছে। সে কারণে চীনে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ঘটনাগুলো প্রকাশ্যে আনছে মন্ত্রণালয়। চলতি মাসের শুরুতে মন্ত্রণালয় বলেছিল, বেইজিং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স এর জন্য গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।