অফিসে ফিরে আসুন, ভুল করে চাকরি থেকে ছাঁটাই করে ফেলেছি মানলেন ইলন মাস্ক!

শুরুটা হয়েছিল একটি অফিশিয়াল মেইল থেকে, যেখানে টুইটার কতৃপক্ষ জানিয়েছিল, ‘আপনি যদি অফিসে থাকেন অথবা অফিসের পথে রওনা হয়ে থাকেন, তবে দয়া করে বাড়ি ফিরে যান। কারন, একটি সুস্থ স্বাভাবিক পথে এগিয়ে নিয়ে যাবার জন্য কর্মী কমানোর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চলছে টুইটার। টুইটার আরও জানিয়েছিল, তারা বিশ্বব্যাপী কার্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ করে দেবে এবং সমস্ত প্রবেশ নিয়ন্ত্রণ স্থগিত করবে, যাতে প্রত্যেক কর্মচারীর পাশাপাশি টুইটার সিস্টেম এবং গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে টুইটার জানিয়েছিল্ম যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেয়া হবে। যাদের ছাঁটাই করা হবে না, তাদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। পাশাপাশি এলন মাস্ক এও আশ্বাস দিয়েছেন, যে সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে সকলেই আগামী ৩ মাসের বেতন পাবেন। যা আইনের তুলনায় দেড় গুণ।

তবে, শুক্রবারের ছাঁটাইয়ের পর, এবার বেশ কিছু ছাঁটাই হওয়া কর্মীকে ফের একবার সংস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে টুইটার। যে সকল কর্মীদের কাজে পুনর্বহাল করা হয়েছে, ভুলবশত তাঁদের ছাঁটাই করা হয় বলেই সুত্রের খবর। এছাড়াও, বেশ কিছু কর্মীর অভিজ্ঞতা কথা মাথায় না রেখেই তাঁদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় বলেই সংস্থা সুত্রে খবর। এলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে টুইটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সকল কর্মীদের প্রয়োজন পড়বে বলেই তাঁদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই জানা গেছে। সুত্রের খবর, এই মুহূর্তে প্রায় 3,700 কর্মী রয়েছে এই সংস্থার কাছে। অর্থাৎ প্রায় 50 শতাংশ কর্মীদেরকেই ছাঁটাই করেছে এই সংস্থা। ছাঁটাইয়ের কোপ থেকে বেঁচে যাওয়া কর্মীদের নতুন ফিচার তৈরি করার উপর জোর দিতে বলা হয়েছে। এই কর্মীদের কাজের চাপ এতটাই বাড়ানো হয়েছে যে ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য অফিসের মেঝেতে শুয়েও রাত কাটিয়েছেন বেশ কিছু কর্মী। তবে, শুধুমাত্র কর্মী ছাঁটাই করেই ক্ষান্ত হননি মাস্ক। ব্যবসা বাড়ানোর জন্য ব্লু টিক যুক্ত ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডারদের কাছ থেকে প্রতি মাসে 8 ডলার করে সংগ্রহ করা হবে বলেই জানিয়েছেন এলন মাস্ক। এছাড়াও, টুইটারে বেশ কিছু নতুন ফিচারও যোগ করা হচ্ছে। শোনা যাচ্ছে, এবার থেকে লম্বা দৈর্ঘ্যর ভিডিয়ো আপলোড করতে পারবেন গ্রাহকরা। দায়িত্ব নেওয়ার পর থেকেই গোটা সংস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছেন এলন মাস্ক।