অনুব্রতর ৮ মাস পর গ্রেফতার সুকন্যা

দীর্ঘ ৮ মাস পর বাবার কাছেই ফিরে গেল সুকন্যা! বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই একই মামলায় গত আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

তৃণমূল নেতা গ্রেফতারের পরই ইডির নজরে আসে সুকন্যা। শেষ তিনবার ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন সুকন্যা। কিন্তু চতুর্থবারে রক্ষা হল না। বুধবার সকালেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দফতরে। দিনভর হয় জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় নাকি অসহযোগিতা করেছিলেন অনুব্রত কন্যা। তার পরেই সন্ধ্যা হতে না হতেই গ্রেফতার হন তিনি।

প্রসঙ্গত, গত বছর অগাস্টে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। আর তার গ্রেফতারের পরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অনুব্রতর বিপুল সম্পত্তির সম্পর্কে সুকন্যাকে প্রশ্ন করা হলে তার সদুত্তর দিতে পারেননি তিনি। যদিও তার পাল্টা অনুব্রত কন্যা জানিয়েছিলেন, যে ওই সব প্রশ্নের উত্তর তার বাবা ও হিসাবরক্ষক মনিশ কোঠারিয়াই দিতে পারবেন।

গরু পাচার কাণ্ডে সুকন্যার নাম জড়াতেই গত বছর নভেম্বরে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা। খাতায়-কলমে তিনি নাকি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কিন্তু তাঁর নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। তাঁর উৎস কোথা থেকে তা নিয়েই জিজ্ঞাসাবাদ শুরু হয় সুকন্যাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, ২০১৪ সালের আগেও সুকন্যার বার্ষিক আয় ছিল তিন লক্ষ টাকা। কিন্তু দু বছর পরে তাঁর বার্ষিক আয় হয়ে দাঁড়ায় এক কোটি টাকা। জেট গতিতে বাড়তে থাকে তাঁর আয়ের পরিমাণ। কোথা থেকে আসছে এত টাকা! এমনকি দুটি সংস্থার ডিরেক্টর তিনি।

ইডির সূত্রে জানা গিয়েছে, বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।