বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ! সমর্থন বাম-কংগ্রেসের

221

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল সিএএ( CAA) বিরোধী প্রস্তাব।আজ,সোমবার বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করেছিল রাজ্যের শাসক দল।প্রস্তাবে সমর্থন বাম-কংগ্রেসের।

উল্লেখ্য,আজ বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করে তৃণমূল কংগ্রেস।বিরোধী দলের কোনও সংশোধনী ছাড়াই প্রস্তাবটি পাশ হয়।বিজেপির তরফে ভোটে দাবি তোলা হলেও বিধানসভার অধ্যক্ষ বিধান ব্যানার্জি তা খারিজ করে দেন।তৃণমূলের প্রস্তাবে সমর্থন করেছে বাম-কংগ্রেস।

প্রসঙ্গত,কেরল,পাঞ্জাব,রাজস্থানের পর এর এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব।

গত ১১ই ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল সিএবি।সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেটা আইনে পরিণত হয়।গত বছরের ১৬ই ডিসেম্বর এনপিআর এর প্রক্রিয়ায় স্থগিত করেছিল মমতা সরকার।