ছাত্ররাজনীতির সময় বোমা বন্দুক নিয়ে তাড়া করেছিল সিপিএম, অতীতের কথা স্মরণ করলেন মমতা!

58

ছাত্র রাজনীতির সময় বোমা বন্দুক নিয়ে তাড়া করেছিল সিপিএম। পালানোর সময়ে দোকানে ঢুকিয়ে নিয়ে বাঁচিয়েছিল স্থানীয়রা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুব কর্মশালায় ছাত্র রাজনীতির অতীতের গল্প শুনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘ছাত্র রাজনীতির সময় বোমা বন্দুক নিয়ে তাড়া করেছিল সিপিএম। পালানোর সময় দোকানে ঢুকে নিয়ে বাঁচিয়েছিল স্থানীয়রা। একটার পর একটা আন্দোলন করেছি, আমরা যেমন আন্দোলন করেছি পৃথিবীতে তার কেউ করেনি, দুর্ভাগ্য, সকলে জানে না।’

পাশাপাশি এদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,’সব ধর্ম-বর্ণ-জাতি কে নিয়ে এখানে চলতে হয়। সমাজে হিন্দু, মুসলমান,খ্রিস্টান সকলেই আছে। সবাইকে নিয়ে চলতে হবে। আমরা সবাইকে নিয়ে চলি। আমরা ক্রীতদাস নই ভারতের নাগরিক। ছাত্র-ছাত্রীদের চায়ের দোকানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। বিজেপি ভুল বোঝাচ্ছে। আমরা ভারতের দাসখত দিয়ে আসিনি, আমরা বন্ডেড লেবার নই, আমরা ভারতের নাগরিক।’