ছাত্র-যুব কর্মশালার পিছনের সারিতে থাকা সত্ত্বেও বক্তব্য না রেখে মঞ্চ ছাড়লেন অভিষেক!

38

একে বারেই পিছনের সারিতে বসে ছিলেন তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি।অথচ ছাত্র-যুব দের কাছে প্রধান মুখ হচ্ছে অভিষেক ব্যানার্জি।তাঁকে সামনে রেখেই নতুন যৌবন খোঁজার চেষ্টা করা হচ্ছে।কিন্তু অভিষেক ব্যানার্জি ছিলেন একেবারেই পিছনের সারিতে এবং আবাক করার বিষয় হচ্ছে তিনি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুব কর্মশালায় বক্তব্য ও রাখলেন না।আজ ছাত্র-যুব কর্মশালায় দেখা গেল যখন তৃণমূল সুপ্রিমো মঞ্চে বক্তব্য রাখছেন সেই সময় একে একে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের আসন ফাঁকা হচ্ছিল।যেকটা মানুষ বসে ছিলেন তারাও আসন ছেড়ে বাইরে বেরিয়ে যান।তাহলে কি মমতার ক্যারিশমার দিন শেষ?এমনটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

অন্যদিকে এদিন ছাত্র-যুব উদ্দেশ্যে মমতা বলেন,’আমি চলে গেলেই কিন্তু, আপনারা চলে যাবেন না।সভা চালিয়ে যাবেন।’কিন্তু, মমতা এস বলে মঞ্চ ছাড়তেই দেখা যায়,দর্শকাসন প্রায় ফাঁকা হয়ে যায়।তার পরেই একজন ছাত্র নেতা বক্তব্য রাখেন।তাঁর বক্তব্য শেষ হতেই বক্তব্য না দিয়েই সভা ছেড়ে বিরিয়ে যান তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি।ভাইপো বেরিয়ে যাওয়ার পর কার্যত নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ফাঁকা হয়ে যায়।