লক্ষ্মীর ভাণ্ডার! বড় ঘোষণা করে দিলেন মমতা

363

তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শুরু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল মহিলারা পেতেন মাসে ৫০০ টাকা। এছাড়াও SC-ST মহিলারা পেতেন ১০০০ টাকা। এবার তা বৃদ্ধি করে যথাক্রমে ১০০০ এবং ১২০০ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ঝাড়গ্রামে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উল্লেখযোগ্য বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার জন্ম জন্ম ধরে পাবেন। আমরা যতদিন থাকব পাবেন। ৬০ বছর পার হয়ে গেলেও চলবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই প্রকল্পের সুবিধা পাবেন।’