ভোটে লড়লে সুবিধাবাদী হয়ে যাব, স্পষ্ট জবাব মিঠুন চক্রবর্তীর

95

একসময়ের তাকে দেখা গিয়েছিল সিপিএমের প্রচারে, তারপর তৃনমূলে এবং সময়ের সাথে সাথে এবার তিনি বিজেপিতে। কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। বিজেপিতে যোগদানের পরে আজ শালতোড়ায় রোড শোতে দেখা গেল জাত- গোখরোকে। পরনে সাদা জামা, কালো প্যান্ট, মাথায় টুপি, সঙ্গে গেরুয়া উত্তরীয়। বাঁকুড়ায় পৌঁছে ভিড়ের চোটে তাঁকে ১৫ মিনিট হেলিকটারে বসে থাকতে হয়। পরে ভিড় সরিয়ে তাঁর রোড শো শুরু হয়। এবং রোড শোর মাঝেই মিঠুনের উল্লেখযোগ্য মন্তব্য, একুশের ভোটে তিনি লড়বেন না। তাঁর মতে, বাংলার সঙ্গে আমার আত্মিক যোগ। ভোটে লড়লে সুবিধাবাদী হয়ে যাব। তাই ভোটে আমি লড়ব না।

আরও পড়ুনঃ  ভাবী মুখ্যমন্ত্রী! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় খবর

সম্প্রতি কলকাতা বেলগাছিয়ার কেন্দ্রের ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, বেলগাছিয়ার কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল তরুণ সাহার। কিন্তু তিনি জানিয়ে দেন, এখনও তিনি তৃণমূলেই আছেন, বিজেপিতে যোগ দেননি। তার সঙ্গে আলোচনা না করেই প্রার্থী হিসাবে করা হয়েছে। অতঃ পর নাম ঘোষণা হবার পরেও সেই আসন ফাঁকা পরে আছে। তারপর থেকে জল্পনা ছড়ায় সেই আসনে প্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। তবে আজ সেই জল্পনার অবসান ঘটালেন খোদ ফাটাকেষ্ট।