বাংলায় চাকরির অভাব নেই! রাজ্যের বেকারত্ব নিয়ে মুখ খুললেন মমতা

এবার কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মঞ্চ থেকে রাজ্যের বেকারত্ব নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলায় যা কারখানা হবে, আগামীদিনে লোকে তাকিয়ে তাকিয়ে দেখব। কত কারখানা আসছে, কত চাকরি হচ্ছে।’ পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মাননীয়া বলেন, ‘বাংলাকে বদনাম করার চেষ্টা, বিজেপি অপদার্থ দল। ওহে নন্দলাল, ১১৫৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ১০০ দিনের টাকা দেয় না কেন্দ্র, রাজ্য সরকারের টাকায় ৫০ দিনের কাজ করিয়েছি। অন্যদিকে, সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু ওরা মানুষ মেরেছে।’

যদিও, মাস তিনেক আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল বেকারদের ব্যবসা করতে ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে ঋণ পেতে ভবিষ্যতে কোনও সমস্যা হবে না। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা ৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ব্যবসা করতে পারবে, কোনও জমিনদার ছাড়াই। যার দশ শতাংশ সর্বাধিক ২৫ হাজার টাকার রাজ্য সরকারের ভর্তুকি দেবে। বাকি টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে পাবেন। এই ঋণের ৮৫ শতাংশ সিজিটিএমএসই দেবে আর বাকি ১৫ শতাংশ রাজ্য সরকার জমিনদার হবে।