মাত্র ২ বছর বয়সেই রাজনীতিতে পা রেখেছিল অভিষেক, পরিবারতন্ত্র নিয়ে মন্তব্য মমতার

আজ কাকদ্বীপ থেকে তৃণমূলের নবজোয়া কর্মসূচির ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে মঞ্চে উঠে অতীতের স্মৃতিচারণ নিয়ে মুখ খুলতে দেখা যায় মমতাকে। মমতা জানান, ‘শুধু আমার নয়, যাঁরা আমরা তৃণমূল করি সবার পরিবার নিয়ে বিরোধীরা কুৎসা অপপ্রচার করে। অভিষেককে নিয়ে অনেক প্রশ্ন তোলেন। ইতিহাস থেকে আমি অভিষেককে আমি একটা ছবি উপহার দেব। অনেকেই বলে পরিবারতন্ত্রের কথা বলে। অনেকেই বলে পিসি এসে ভাইপোকে সাংসদ করে দিয়েছে। কিন্তু অনেকে সব ইতিহাসটা জানেন না।’ এরপরে মমতা বলেন, অভিষেকে দু’বছর বয়স থেকে রাজনীতি করে। ১৯৯০ সালে সিপিএম আমাকে মেরেছিল। হাসপাতাল থেকে বাড়ি এসে মার সঙ্গে কথা বলছিলাম। আমার মায়ের কোলে বসে অভিষেক সবটা শুনছিল। পরের দিন থেকে একটা ঝান্ডা নিয়ে ও বলত ‘দিদিকে মারলে কেন জবাব দাও।’ ওইটুকু একটা ছেলে প্রতিদিন মিছিল করত।’

বলা বাহুল্য, অতীতের এই স্মৃতিচারণ কথা মনে করে অভিষেককে একটি বাঁধানো ছবি উপহার দেন মমতা। ছবিতে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে রয়েছে মমতা। তাঁর সামনে ছোট্ট অভিষেকেকে কোলে নিয়ে বসে রয়েছেন তাঁর মায়ে গায়েত্রীদেবী। সেই ছবি অভিষেকের হাতে তুলে দেওয়ার আগে মমতা বলেন, ‘আমি এই ছবিটা ওঁকে উপহার দিতে যায়। আগামী দিন ওঁর সংরক্ষণের তালিকায় এই ছবি থাকবে। এই ছবি দেখলে বোঝা যাবে যে ও দু’বছর বয়স থেকে রাজনীতি করে।