পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রাম জুড়ে সবুজ ঝড়, কপালে ভাঁজ শুভেন্দু অধিকারীর

বিধানসভা ভোটের পর এবার সামনে পঞ্চায়েত নির্বাচন! আবার রাজ্য রাজনীতির অভিমুখ ঘুরে গেল নন্দীগ্রামের দিকে! কারন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে ছিলেন একসময় তৃণমূল থেকে আসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও শেষপর্যন্ত মুখে হাসি ফুটেছিল শুভেন্দু অধিকারীর। তবে এবার সেই হাসিমুখে চিন্তার ভাঁজ। কারন, বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম ১ নম্বর তৃণমূল কংগ্রেস পার্টি অফিস প্রাঙ্গণে আবির খেলায় মাততে দেখা গেল তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের। জানা গিয়েছে, নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২২৮, ২২৯ এবং ২৩৪ নম্বর আসনে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে গতকালই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

অর্থাৎ তৃণমূল ছাড়া সিপিএম, বিজেপি, কংগ্রেস-সহ অন্যান্য কোনও বিরোধী পক্ষের প্রার্থীর নাম জমা পড়েনি। স্বাভাবিকভাবেই আসন্ন পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাফিরুল খান, মঞ্জুশ্রী দাস এবং তরাপ আলি সা। যার ফলে, সবুজ আবির খেলে আনন্দ প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি বিজেপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে শাসক শিবির।

বলা বাহুল্য, গত মঙ্গলবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতার হুংকার ছিল, নন্দীগ্রামে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টিই দখল করবে বিজেপি। অন্যান্য পাঁচটি ক্ষেত্রে ত্রিশঙ্কু হবে এবং পরবর্তীতে তা বিজেপি দখল করবে।