উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট, তবে মানতে হবে বেশ কিছু শর্ত

110

উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ এবং তার পরবর্তী নিয়োগের যে প্রক্রিয়া, তাতে আর কোনও বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের কাছে। বাধা না থাকলেও তবে মানতে হবে বেশ কিছু শর্ত। আদালতের নির্দেশ, প্রত্যেক ভুক্তভোগী চাকরিপ্রার্থীকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে নিজের অভিযোগ দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনের কাছে । প্রত্যেক অভিযোগকারীর বক্তব্য ব্যক্তিগতভাবে শুনবে স্কুল সার্ভিস কমিশন এবং তার ফলাফল কী হল তাদেরকে ব্যক্তিগতভাবে জানাতে হবে কমিশনকে । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে পুরো প্রক্রিয়া ১২ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে, আদালতের তরফে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, পরবর্তী সময়ে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে এবারের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা ভুক্তভোগী, তাঁদের চাকরির বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যায় কি না, তা রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে বিবেচনা করে দেখতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০শে জুন উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্ট। এবং হাইকোর্টের তরফে বলা হয়, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জুলাই।