করোনা মোকাবিলার ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন হর্ষ বর্ধন?

123

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হর্ষ বর্ধন। কিন্তু কেন সরে দাঁড়ালেন হর্ষ বর্ধন ? এই নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিকে, এবিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছে কংগ্রেস শিবিরও। তাঁরা জানাচ্ছেন, একটা সময় দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ লাখের উপর দিয়ে যাচ্ছিল । শ্মশানে জায়গা পাওয়া যাচ্ছিল না । কবর দেওয়ার জায়গা হচ্ছিল না । গঙ্গার ধারে বালিতে লাশ চাপা দেওয়া হচ্ছিল । গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছিল লাশ । করোনায় মৃত্যুর সংখ্যা নিয়েও বেশ কয়েকবার গরমিলের অভিযোগ উঠেছিল। আর এই ব্যর্থতার দায় ঢাকতেই নিজেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হর্ষ বর্ধন ।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় প্রথমদিকে বেশ কিছু দেশকে রেমডেসিভির পাঠিয়েছিল ভারত। যার জন্য বিশ্ব দরবারে সুনামও পেয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার । যার জেরে পরবর্তী সময়ে এই দেশগুলোকে ভারতে তৈরি করোনার টিকাও পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু টিকা পাঠাতে গিয়ে অভিযোগ ওঠে, দেশের নাগরিকদের অবহেলা করেছে কেন্দ্র। এরপর দেশে একসময় অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছিল । যে পরিমাণ অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা বসানো হয়ে ওঠেনি । এখন কেন্দ্র-রাজ্য-ঠিকাদার বচসা চলতেই পারে, কিন্তু তাতে যে ক্ষতি হয়ে গিয়েছে, প্রাণবায়ুর হাহাকারে যাঁরা মারা গিয়েছেন দেশের অনেক মানুষ। তবে নতুন যিনি দায়িত্ব নেবেন, তিনি এই করোনা পরিস্থিতি কতটা সামাল দিতে পারবেন তা এখন দেখার বিষয়। কারন দিন যত যাচ্ছে এগিয়ে আসছে তত তৃতীয় ঢেউ এর আশঙ্কা