৫০ বছর ধরে ওদের দেখছি! বিধানসভায় বাম ও কংগ্রেস না থাকায় ভালো লাগছে না সুব্রতর

68

বঙ্গ রাজনীতিতে এই প্রথম। মূলত, একুশের নির্বাচনে কোন আসন ধরে রাখতে না পারায় এবারের বিধানসভায় নেই বামফ্রন্ট ও কংগ্রেসের কোনও প্রতিনিধি। আর এবিষয় নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল বাংলার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গলায়। এদিন তিনি জানান, বিধানসভায় বাম, কংগ্রেস না থাকায় আমার ভালো লাগছে না। ওদের সঙ্গে মতের মিল না হলেও, ওরা যুক্তিবাদী ছিল। বিজেপির থেকে ১২০ গুন ভালো বাম কংগ্রেস। বিজেপির যুক্তির কোন মাথা মুণ্ডু নেই। আমার পরিষদীয় রাজনীতির প্রথম দিন থেকেই ওদের বিধান সভায় দেখেছি। না থাকায় অস্বস্তি হচ্ছে। ৫০ বছর ধরে ওদেরই তো দেখে আসছি। এবার শূন্য। মিস করবো ওদের, সেইসঙ্গে ওদের বক্তৃতারও।

উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছর রাজ্যপাট সামলানোর পর ২০১১ সালে মমতা হাতে এরাজ্যের ক্ষমতা আসে। এবং প্রধান বিরোধী দল হয়ে ওঠে বামফ্রন্ট। এরপর ২০১৬ সালে প্রধান বিরোধী দল হয় কংগ্রেস। আর এবার সিপিএম তথা বামফ্রন্ট ও কংগ্রেস একটিও বিধানসভায় জিততে পারেনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা তৈরি করে লড়াই করেছিল আইএসএফ। তাদের এক প্রতিনিধি আছেন, যিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে যে দুধের স্বাদ ঘোলে মেটানো সম্ভব নয় তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় ।