আগামীকাল প্রাথমিক শিক্ষকদের মহামিছিলের পরেই ‘বেতন বৃদ্ধি’ নিয়ে বেরিয়ে আসতে চলেছে রফা সূত্র

299

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে খুব শিগ্রই আসতে চলেছে সুখবর । উল্লেখ্য, তৃনমূল শিক্ষক সংগঠনের কলকাতা জেলা কমেটির তফর থেকে আগামীকাল একটি মহামিছিল করতে চলেছে, এই মিছিল শুরু হবে রবীন্দ্র সদন থেকে এবং শেষ হবে গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে, জানা গিয়েছে সেখান থেকে আবার তাঁরা বেতন বৃদ্ধির দাবি পেশ করবে। কিন্তু তার আগেই একটি সূত্র মারফত জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষক সমিতি যে দাবি জানিয়ে আসছিল, অর্থাৎ পে ব্যন্ড’২ থেকে পে ব্যন্ড’৩ তে যোগ্যতার ভিত্তিতে উন্নিত করার, সেই দাবিটিই হয়ত পূরণ হতে চলেছে। ফলে পে ব্যন্ড’৩ গিয়ে তার গ্রেড পে টা ৩২০০ হবে নাকি ৩৯০০ হবে, সেটা নিয়েই এখন আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে গ্রেড পে সম্ভবত ৩২০০’ই হবে ।

অর্থাৎ শিক্ষকদের বর্তমান বেতনক্রম অনুযায়ী, পে ব্যন্ড ৩ যদি দেওয়া হয় তবে গড়ে মোট ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে বৃদ্ধি পাবে । এদিকে আরেকটি সূত্র জানাচ্ছে, এর ওপর ২০২০’র পয়লা জানুয়ারি থেকেই লাগু হতে পারে ষষ্ঠ বেতন কমিশন । অর্থাৎ আরও ৫ হাজার বাড়বে শিক্ষক দের। অর্থাৎ যদি কেঊ এখন ২১০০০ টাকা বেতন পায় তাহলে পে ব্যন্ড ৩ অনুযায়ী তার বেতন হবে ২৫৫০০ থেকে ২৬০০০ । আর তার ওপর ষষ্ঠ বেতন কমিশন লাগু হলে সেই বেতন গিয়ে দাঁড়াবে ৩০৫০০ থেকে ৩১০০০ হাজার। মূলত জানা গিয়েছে বর্তমানে পি আরটি স্কেলের সাথে যে ১২ থেকে ১৩ হাজার টাকার পার্থক্য রয়েছে সেটাকে এভাবে মিটিয়ে দেবার আলোচনা চলছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি তারাই পাবেন যাদের উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের ওপর নম্বর রয়েছে এবং তাঁদের প্রশিক্ষিত হতে হবে । সাথেই বাকিদের কিভাবে এই বেতনবৃদ্ধি করা হবে ওটাও আলোচনা স্তরে রয়েছে বলে সূত্র মারফত খবর ।