মৃত্যুর পর আমার মূর্তি কেউ নাও বসাতে পারে, তাই বেঁচে থাকতেই নিজের মূর্তি গড়লেন তৃণমূল বিধায়ক

100

যত বড়ো হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও। বলেছিলেন কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর । আবার অন্যদিকে কবি মধুসূদন দত্ত বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে । তবে মানুষের মনে নিজের অমর থাকার ইচ্ছায় নিজের মূর্তি গড়ে ফেললেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। কিন্তু হঠাৎ করে নিজের মূর্তি বানানোর প্রয়োজন পড়ল কেন? আতঙ্কের সঙ্গে তিনি বলেন, ‘আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের তো শত্রুর অভাব নেই। কখন খুন হয়ে যাব, জানি না। যেকোনও দিন আমারও মৃত্যু হতে পারে। আমার মৃত্যুর পর আমার আত্মীয়-পরিজন, স্থানীয় মানুষ আমার মূর্তি নাও বসাতে পারেন। তাই আমি নিজেই তা বানিয়ে রেখে যাচ্ছি। যাতে সকলে আমাকে মনে রাখেন।’

শিল্পী খুঁজতে কুমোরটুলিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপর থেকে মাঝেমধ্যেই তাঁর গন্তব্য ছিল কুমোরটুলি। প্রথমে মাটির মূর্তি তৈরি করা হয়। তারপর তৈরি হয় জয়ন্ত নস্করের ফাইবারের মূর্তি। আপাতত বাড়িতে শোভা পাচ্ছে সেইগুলোই। তবে, এখনই এলাকায় মূর্তি বসাবেন না। তাঁর মৃত্যুর পর আত্মীয়-পরিজন বা অনুগামীরা এই মূর্তিগুলি বসাক, এমনটাই চান বিধায়ক।