দু’লাখের বেশি ভোটে জিতবেন দীনেশ, বলেই ঢোঁক গিললেন অভিষেক!

106

মাত্র ২৪ ঘণ্টা হয়েছে তৃনমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। এদিকে তৃনমূলের অন্দরে ত্রাই ত্রাই রব, কারন কি অস্ত্র সানায় অর্জুন সেদিকে লক্ষ্য করে রয়েছে শাসকদল। কিন্তু যে অস্ত্রই সানাক না কেন যুবরাজ অভিষেক সব অস্ত্রর জবাব দিতে প্রস্তুত। যেমন তিনি অর্জুন সিং-কে সরাসরি চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে জেতাবেন। দু’লাখের বেশি ভোটে জিতবেন তিনি। এরপরেই তিনি ঢোঁক গিলে বলেন, যদিও একটি ভোইও কম পান দীনেশ ত্রিবেদী, তাহলে আমায় বলবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন, অন্য কাউকে দেখে নয়।” শুধু তাই নোট তিনি আরও জানান, নির্বাচন ঘোষণা হয়ে গেছে প্রায় সাতদিন, কিন্তু ্বিজেপি, কংগ্রেস, সিপিএমের কোনও টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ৪২টি কেন্দ্রে প্রার্থী দিতে এরা হিমশিম খেয়ে যাচ্ছে। এরা হিংসা, বিভাজনে রয়েছে। কিন্তু আমরা মাঠে, ময়দানে আছি।

এরইসাথে অর্জুন সিং-কে ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দলত্যাগ করায় কি হিন্দিভাষীদের উপর প্রভাব পড়বে, এই বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করল ? এর উত্তরে অভিষেক বলেন, “কোনও প্রভাব পড়বে না। কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। তিনি তাঁর সাংগঠনিক কাজ করে গেছেন। সংগঠন পালটায় কিন্তু, নেত্রীর ছবি একটাই।”

উল্লেখ্যে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেশকে প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ ছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। তাঁর কথাতেও তা প্রকাশ পেয়েছিল। বলেছিলেন, “একজন কাউন্সিলর ভোটে না জিতে মন্ত্রী হতে পারেন, আর আমি তো চারবারের বিধায়ক, লোকসভায় প্রার্থী হওয়ার দাবিদার হতেই পারি।” এরপরই গতকাল বিজেপিতে যোগ দেন অর্জুন সিং ।