একসঙ্গে অনেকেই স্নান করতে নামলে ড্রপলেটের মাধ্যমে করোনা ছড়াবে, গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের

94

আর কিছুদিন পরেই গঙ্গাসাগর মেলা । মূলত, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গঙ্গাসাগর স্নানের জন্য জড়ো হন পুণ্যার্থীরা। তবে গঙ্গাসাগর মেলা নিয়ে এবার দায়ের কড়া হয়েছে জনস্বার্থ মামলা, করোনার জন্য মেলা প্রাঙ্গণকে কন্টেইনমেন্ট জোন ঘোষণার আর্জি। সেদিকে লক্ষ্য রেখে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত জানতে চাইল আদালত। পাশাপাশি, দুপুর ২টোর মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। হাইকোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, ‘মানুষের জীবন আগে, তারপর বিশ্বাস। করোনা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ একসঙ্গে স্নান করতে নামলে নাক ও মুখ নিঃসৃত ড্রপলেট সহজেই জলে মিশে যাবে। আর তার ফলে একসঙ্গে বহু মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তা নিয়ে চিন্তিত। তাছাড়া বাতাসেও ড্রপলেট ছড়াতে পারে। আদালতে আসার সময় আমি দেখেছি বহু পুণ্যার্থীই করোনা সংক্রান্ত কোনও বিধিনিষেধই মানছেন না। মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তার ফলে যাঁরা উৎসবে অংশ নেবেন তাঁরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে।” পাশাপাশি যাঁরা মেলায় আসেনি তাঁদেরও বিপদের সম্ভাবনা থাকবে। আমরা পুলিশি ব্যবস্থা নিয়ে চিন্তিত নই। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চিন্তিত।’

উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। করোনা পরিস্থিতির মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি চলছে। মেলায় স্বাস্থ্যবিধির উপর ইতিমধ্যেই নজর দেওয়া হয়েছে। মেলা পরিচ্ছন্ন রাখতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মেলার মাঠেই তৈরি হয়েছে হাসপাতালও। কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে যাবেন। আগামী ৮ ও ৯ জানুয়ারি গঙ্গাসাগরেই থাকবেন তিনি। এর পাশাপাশি নামখানায় তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা। তবে এই পরিকল্পনা বাতিল হয়েছে। কোভিড আবহে সকলকে ভার্চুয়ালিই গঙ্গাসাগর দর্শনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।