দেখুন, বার ডান্সারের অশ্লীল নাচে জমজমাট ‘তৃনমূল’ এর বিজয় উৎসব!

183

লোকসভা ভোটের ফলাফল বের হবার পর দলের সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিজয় মিছিল করা যাবে না । তবে নেত্রী যতই বলুক না কেন, দলীয় কর্মীদের মতে, বিজয় মিছিল না হলে তো মন শান্তি হবে না আমাদের। কিন্তু নেত্রীরও নির্দেশ রয়েছে, তা অমান্য করলে হিতে বিপরীত হতে পারে। তাই দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড় বিধানসভার নিমকুড়য়া গ্রামের তৃনমূল কর্মীরা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করতে দেখা গেল। সাথেই কলকাতা থেকে ‘বার ডান্সার’ নিয়ে এসে চটুল নাচের আসর বসাতে দেখা গেল । এবং যিনি এই চটুল নাচের আসর বসিয়েছিলেন তিনি হলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আনসার মোল্লা । সোমবার রাতের ওই অনুষ্ঠানে স্বল্প বসনা তরুণীরা অশ্লীল অঙ্গিভঙ্গি করে নাচেন হিন্দি গানের তালে। তাঁদের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় নাচতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। সেই নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই শুরু হয় বিতর্ক। যদিও অভিযোগ পেয়ে কাশীপুর থানার পুলিস গিয়ে ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি  ইন্ডিপেন্ডেন্ট ২৪x৭ ।

এদিকে, জানা গিয়েছে এই অনুষ্ঠান নিয়ে কাশীপুর থানা থেকে কোনও অনুমতি নেওয়া ছিলনা । তবে নির্দিষ্ট অভিযোগ পেয়ে কাশীপুর থানার পুলিস শ্যামল ঘোষ নামে এক উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের দাবি, বাকি অভিযুক্তদের ধরতে তল্লাসি শুরু করেছে তাঁরা । এতেই শেষ নয়, সেই অনুষ্ঠানের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মেয়েরা প্রায় উলঙ্গ হয়ে নাচছিল, এরসঙ্গে বিশ্রী অঙ্গিভঙ্গি করছিলেন তাঁরা। তবে এবিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় ব্লক সভাপতি ওহিদুল ইসলাম। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘এর সঙ্গে দলের কেউ জড়িত নয়, তবে ঘটনাটি খুব নিন্দাজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’ দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি ।