অবশেষে মুক্ত ‘শোভন ও বৈশাখী’

103

গত রবিবার রায়চকে সপরিবার বেড়াতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলে শুভানুধ্যায়ী শোভন চট্টোপাধ্যায়ও। কিন্তু তাঁরা গুনাক্ষরেও টের পাননি এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তাঁদেরকে । মূলত, রবিবার রাত থেকে সশস্ত্র দুষ্কৃতীরা রায়চকের বাংলোটিকে ঘিরে রেখেছিল । এবং সেই বাংলোতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে । তবে সেই পরিস্থিতির অবসান ঘটল আজ বিকেলে। অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মঙ্গলবার বিকেলে কলকাতায় ফিরলেন তাঁরা।

উল্লেখ্যে, এবিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানিয়েছেন, রবিবার রাত থেকে বাংলো ঘিরে ধরে গালিগালাজ চলছিল, সোমবার সকাল থেকে আরও বেশি লোকজন পাঠানো হয়েছে। তারা অকথ্য গালিগালাজ করেছে, জঘন্য হুমকি দিচ্ছে , এমনকি বার বার শোভন চট্টোপাধ্যায়কে এবং আমাকে বাইরে বেরতে বলছে। তবে ডায়মন্ড হারবার পুলিশ, জেলার এসপি, কেউই পদক্ষেপ করেননি বলে তাঁর অভিযোগ। এরপর শোভন চট্টোপাধ্যায় অবেশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর মাধ্যমে জানা যায়, এ বিষয়ে জেলার যে নির্বাচনী আধিকারিক দায়িত্বে রয়েছেন, তিনিই যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।