‘খরচ করছি আমরা, আর কৃতিত্ব নিচ্ছে ওরা’ বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

119
mamata banerjee

গতকাল দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রশাসনিক বৈঠক পর আজ সাগরে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলেন তিনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানান, বেশ কয়েকটি প্রকল্পের ৮০ শতাংশ টাকাই দেয় রাজ্য সরকার কিন্তু তার কৃতিত্ব নিয়ে নিচ্ছে কেন্দ্র। তাই কয়েকটি প্রকল্পের নাম বদলের সিধান্ত নিয়েছি আমরা। যেমন,প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে হচ্ছে বাংলা সড়ক যোজনা। এছাড়া আরও কয়েকটি প্রকল্পের নামও বদলে যাবে। তিনি জানান এই প্রকল্পের সমস্ত খরচই রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রীর কথায় খরচ করছি আমরা আর কৃতিত্ব নিচ্ছে বিজেপি।

পাশাপাশি আরও একবার কৃষকদের দেওয়া ফসল বীমা যোজনা নিয়েও সরব হন মমতা। তাঁর দাবি রাজ্যের কৃষকদের ফসল বীমার ৮০ শতাংশ টাকাই দিয়েছে তাঁর সরকার। ওই জনসভা থেকে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ ছিল মোদী সরকার কৃষকদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে উদাসিন। তাঁর কথায়, ‘ কেন্দ্রীয় সরকার বলছে ফসল বীমার পুরো টাকাটাই ওরা দিচ্ছে। এটা সম্পূর্ণ বাজে কথা। ওরা মাত্র ২০ শতাংশ টাকা দেয় বাকিটার দায়িত্ব নেয় রাজ্য সরকার।