সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ!

366

যেকোনো মুহূর্তে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে বড় পদক্ষেপ মমতা সরকারের। 

 

নবান্ন সূত্রে খবর,রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে উন্নত করার জন্য প্রক্রিয়া শুরু করছে বাংলার সরকার। তবে কিভাবে তাদের সেই পদে উন্নত করা যায়, তা নিয়ে চলছে আলোচনা। জানা গিয়েছে,একটা গাইড লাইন বেঁধে দিতে পারে নবান্ন। সেই গাইড লাইন অনুযাযী তাদের ওই পদে উন্নত করা যাবে। তবে এখনও কোনো সরকারিভাবে কোনো বিজ্ঞাপন জারি করা হয়নি বলে সূত্রের খবর। 

 

 

উল্লেখ্য,চলতি বছরে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল রাজ্য সরকার । সিভিক ভলান্টিয়ারদের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলান্টিয়ার এবার তার থেকে ১ হাজার টাকা বেশি পাবেন। তার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।