বাংলায় ভোট প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি!

127

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে, আজ শুক্রবার থেকেই বাংলায় ভোট প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি। দু’দিনের বঙ্গ সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন আমারবাগে সভা করবেন তিনি। কর্মসূচি সেরে কলকাতায় ফিরে রাজভবনে রাত্রিবাস করবেন মোদি। পরদিন, অর্থাৎ শনিবার কৃষ্ণনগরে বিজেপির হয়ে রাজনৈতিক সভা করবেন তিনি। তবে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জোড়া সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাই আরামবাগ ও কৃষ্ণনগরে দু’টি সভামঞ্চ তৈরি করা হয়েছে। সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের শিলান্যাস সারবেন তিনি। তারপর রাজনৈতিক মঞ্চে প্রচারে ঝড় তুলবেন ‘বাগ্মী’ মোদি।

এদিকে সূত্রের দাবি, আজ অর্থাৎ  দিল্লি থেকে আকাশপথে দুর্গাপুর বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টার চড়ে পৌঁছবেন ঝাড়খণ্ডে। সিন্দরিতে জোড়া কর্মসূচি সেরে হেলিকপ্টারে ধানবাদ ফিরবেন মোদি। সেখান থেকে বায়ুসেনার কপ্টারে দুপুর ৩টে নাগাদ তিনি নামবেন আরামবাগে। সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠান যোগ দিয়ে বাংলার জন্য প্রায় ২২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তারপর দলীয় কর্মসূচি সেরে আরামবাগ থেকে হেলিকপ্টারে রেসকোর্সে নামবেন। সেখান থেকে সড়ক পথে রাজভবন পৌঁছবেন। রাতে সমাজের বেশকিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ রাজভবন থেকে গাড়িতে রেসকোর্স পৌঁছবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে ও শনিবার সকালে তাঁর কনভয়ের জন্য শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিস। আগামী কাল সকাল সাড়ে ১০টা নাগাদ কৃষ্ণনগর ঢুকবেন মোদি। সেখানে জোড়া কর্মসূচি সেরে পানাগড় বিমানবন্দরে পৌঁছবেন। দুপুর ১টা নাগাদ সেখান থেকে বিহারে উদ্দেশে যাত্রা করবেন মো