মিড-ডে-মিলের খিচুড়িতে পাওয়া গেল সেদ্ধ সাপ!

75

মিড-ডে-মিলের খিচুড়ির মধ্যে পাওয়া গেছে সেদ্ধ হয়ে যাওয়া সাপ। তার আগেই কয়েক শিশু ওই খিচুড়ি খেয়ে ফেলে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুরা সুস্থ আছে। শনিবার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের গোপীনাথপুর গ্রামের এক নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার আগেই কয়েকটি শিশু খিচুড়ি খেয়ে ফেলে। পরে তাদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ঘটনার পর গ্রামের নারীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

গোপীনাথপুর গ্রামের বাসিন্দা জাকির আনসারি ও মনিরুদ্দিন আনসারি বলেন, ওই কেন্দ্রের রান্নার কাজে নিযুক্ত সহায়িকা সুমিতা দেবী ও অঙ্গনওয়াড়ি কর্মী সুমিতা সিংহ মুখোপাধ্যায় রান্নার সময় কখনই খাবারের ওপর নজর রাখেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার জায়গাটি দেওয়ালের কাছে। ফলে খাবারে পোকামাকড় পড়ে যাওয়ার আশঙ্কা থাকেই।

জাকির বলেন, এখনো আমরা বিষয়টি প্রশাসনকে জানাইনি। সোমবার দুই নারীর শাস্তির দাবিতে সিডিপিও-র কাছে অভিযোগ জানাব।

তবে অভিযুক্ত দুই অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, রান্না করার সময় ঘটনাটি ঘটেনি। খিচুড়ি নামানোর পর হয়তো সাপটি কোনো রকমে গরম ডেকচিতে উঠে পড়ে। তারপর গরম খাবারে পড়ে সেদ্ধ হয়ে যায়।