মমতা ম্যাজিক!পুরুলিয়াতে তৃণমূলে যোগ ১৭টি পরিবার

163

লোকসভা ভোটে তৃণমূলের ৪২ এ ৪২ টার্গেট থাকলেও সেই টার্গেটে থাবা দেয় বিজেপি। বিজেপি বঙ্গে ১৮ টি আসনে পদ্ম ফোটায়, আর তৃণমূলকে থামতে হয় ২২ শে। তারপর থেকেই তৃণমূল ছেড়ে একের পর এক নেতাকর্মীরা ভীড় বাড়াতে শুরু করেন বিজেপিতে। শুধু তৃণমূল নয় অন্যান্য রাজনৈতিক দল থেকেও নেতাকর্মীরা ছুটে আসেন বিজেপিতে। দলছুট সামলাতে আসরে নামতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও, দলে নতুন স্ট্রাটেজিকার নিয়োজিত হয় প্রশান্ত কিশোর।কিন্তু কয়েকমাস ধরে উল্টো পূরান ঘটছে।অর্থাৎ বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন ঝাঁকে ঝাঁকে কর্মীরা।সেই ধারা অব্যাহত থাকল।অর্থাৎ এবার পুরুলিয়া জেলাতে বিরোধী শিবির গুলিতে ভাঙন ধরাল মমতার দল।উল্লেখ্য,বুধবার পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের প্রান্তিক গ্রাম বাঁশাড়ে থেকে বিরোধী শিবিরগুলিতে থেকে ১৭টি পরিবারের সদস্য-সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সুশান্ত মাহাতো।আমাদের independent24x7 কে তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো জানান,মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদান করছেন বিরোধী শিবিরে কর্মী সমর্থকরা।একই সাথে এদিন সহরায় পরব উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের আয়োজিত গ্রামবাসীদের বস্ত্র বিতরণ করা হয়।