মুকুলের বিরুদ্ধে এফআইআর! এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়াল কি বিজেপি? পড়ুন…

হুমকি দেবার অভিযোগে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর করলেন পুরুলিয়া জেলাশাসক অলোকেশ প্রসাদ রায়। সাথেই বলরামপুর থানায় মুকুল রায়ের জনসভার সিডিও জমা দিয়েছেন তিনি।

বিশেষত ঘটনার সূত্রপাত ঘটে পুরুলিয়ার বলরামপুরের সরাই ময়দানের জনসভায়। সভায় হাজির ছিলেন মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ দলের বঙ্গ নেতারা। মূলত, পুরুলিয়া জেলাশাসকের অলোকেশ প্রসাদ রায়ের অভিযোগ, বলরামপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুকুল রায়। বলেছেন, ‘তাঁর কীভাবে পদোন্নতি হয়, তা দেখে নেবেন।’ শুধু তাই নয়, পুলিশ সুপার আকাশ মাঘারিয়াকেও বিজেপি নেতা মুকুল রায় আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছেন।

এদিকে জেলাশাসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও, মুকুল রায়ের পাশেই দাঁড়িয়েছে বিজেপি-র পুরুলিয়া জেলা নেতৃত্ব। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অভিযোগ, শাসকদলকেই খুশি রাখার চেষ্টা করছেন জেলাশাসক। তাই মুকুল যা বলেছেন, তা সঠিক।

এদিকে এবিষয় নিয়ে মুকুল রায় এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া এখনও দেননি। তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সায়ন্তন বসু বললেন, ‘‘এগুলো সব চাপ বাড়ানোর কৌশল। একের পর এক মামলা দিয়ে বিজেপির নেতা-কর্মীদের চাপে রাখতে চাইছে তৃণমূল চালিত সরকার। এ রকম মামলা আমার নামেও রয়েছে। দিলীপ ঘোষের নামে আরও বেশি রয়েছে।।’’ সায়ন্তন আরও বলেন, ‘‘যত মামলা দিতে চায় দিক। যার নামে খুশি মামলা করুক। ও সব করে আমাদের থামানো যাবে না।’