ফের বড়সড় ভাঙ্গন বিরোধী শিবিরে, পুরুলিয়াতে হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল

90

সামনেই বিধানসভা ভোট। তার আগেই বড়সড় ভাঙন ধরল বিজেপি, কংগ্রেস ও সিপিএমে । রবিবার পুরুলিয়ার চাকোলতোড় গ্রাম পঞ্চায়েতের চার বিরোধী সদস্য তৃণমূলে যোগদান করলেন । এরপরেই পুরুলিয়ার এই গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য হয়ে পড়ে। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন পুরুলিয়ার জেলা সভাপতি মন্ত্রী শান্তিরাম মাহাতো। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্য সাধনচন্দ্র রেওয়ানি, ময়নালাল সিং দেও, গৌতম গরাই , সুন্দরী মুর্মু তৃণমূলে যোগদান করেন। গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১১টি। তৃণমূলের দখলে ছিল ৬টি। পরে এক বিরোধী জোট সদস্য তৃণমূলে চলে আসেন। তারপর ৪ বিরোধী সদস্য ছিলেন। তারাও তৃণমূলে চলে আসায় বিরোধীশূন্য হয়ে যায় চাকোলতোড় গ্রাম পঞ্চায়েত।

এদিকে তৃণমূলে যোগদান কারিরা বলেন, ‌আমরা মানুষের ভোট নিয়ে জিতলেও বিরোধী হয়ে একটিও কাজ করতে পারছিলাম না। তাছাড়া আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে শামিল হতেই যোগদান করলাম তৃণমূলে। আমরা কোনও রকম চাপে পড়ে তৃণমূলে যোগ দিয়েছি এমন নয়, মানুষের হয়ে কাজ করতে এবং মানুষের জন্য একমাত্র তৃণমূলে থেকেই কাজ করা যায় বলে যোগ দিয়েছি।