সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া, হলদিয়ায় বামপন্থীদের বললেন মমতা

89

আর মাত্র দিন সাতেকের অপেক্ষা। তারপরই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ভোট প্রচারে নেমে গিয়েছে তৃণমূল – বিজেপি থেকে জোটেরা। একদিকে যেমন আজ খড়গপুরের ভোটপ্রচারে হাজির হয়েছেন মোদী, ঠিক তাঁর অন্যদিকে পূর্ব মেদিনীপুরে পরপর তিনটি জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যেপাধ্যায় । এক হলদিয়ার সুতাহাটা, দুই খেজুরির বামনচকে তিন পাঁশকুড়ার মেচোগ্রাম।

একনজরে দেখে নিন হলদিয়ার সভায় আজ কি কি বললেন মমতা…

১. হলদিয়া বন্দরের উন্নয়ন করছি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে।

২. দিঘায় তৈরি হচ্ছে মৎস্যজীবীদের জন্য নিলামকেন্দ্র।

৩. মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছি। পাঁশকুড়া আনিসুরকে জেলে পাঠিয়েছে। যাকে পছন্দ হত না, তাকেই জেলে ভরত।

৪. ক্ষমতায় ফিরে কৃষকদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

৫.তৃণমূলকে ভোট দিলে রেশন বাড়িতে পৌঁছে যাবে।

৬. মে মাস থেকে মা-বোনেদের মাসে ৫০০ টাকা হাত খরচ।

৭.রাজ্যের সব বিধবাকে ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

৮. দ্বাদশ শ্রেণিতে উঠলেই ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেওয়া হবে। মেধাবী পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট।।

৯. বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই। যাঁরা তোলাবাজ ছিল, টাকা বাঁচাতে বিজেপিতে গেছে।

১০. আগে পূর্ব মেদিনীপুরে আসতে অনুমতি নিতে হত। আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি।

১১. আমার সারা শরীরে আঘাত, শুধু পা বাকি ছিল। সেই পা নষ্ট করতে চেয়েছিল। আমি ঘরে বসে থাকলে বিজেপির বহিরাগতরা রাজ্য ঢুকে যাবে।

১২. ২৭ মার্চ প্রথম গোলটা এমন করে মারবেন যাতে বিজেপি যেন মাঠের বাইরে চলে যায়।

১৩. গদ্দারদের অত্যাচার ছাড়া কেউ কিছু দেখেনি কয়েক বছর, বিজেপির গদ্দার, সিপিএমের হার্মাদদের জব্দ করে দিন। বামপন্থী বন্ধুদের বলব সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া।

১৪. সবশেষে তিনি মনে করিয়ে দেন, ২৯৪ কেন্দ্রের প্রার্থী আমি। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে।