সমুদ্র সৈকতে কাঁকড়া খেয়ে মৃত্যু

229

ফের সমুদ্র সৈকতে কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক পর্যটকের। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে। নিহত ওই পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, শনিবার সপরিবারে দীঘায় বেড়াতে যান তিনি। পরদিন তাজপুরে গিয়েছিলেন। সকাল থেকে ঘুরাঘুরির পর দুপুরে স্থানীয় একটি খাওয়া-দাওয়া করেন। তারপর সমুদ্রে স্নান করতে নামেন সুদীপ। সেই সময় তাঁর শরীরে অস্বস্তি শুরু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সুদীপকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতলে কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি অস্বাভাবিক এমনটাই দাবি পরিবারের। সেই কারণে পরিবারের তরফে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২১ নভেম্বর দীঘায় বেড়াতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয় বেহালার সৌম্যদীপ শিকদারের। তার ঠিক মাসখানেকের পর বীরভূমের এক তরুণীর সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে কাঁকড়ার কথায় উঠে এসেছে। কিন্তু আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।