এবার থেকে সাধারণ মানুষের সঙ্গে থাকব, মানুষের জীবন নিয়ে আর খেলা হবে না, জানালেন শ্রাবন্তী

86

বেহালা পূর্বে না হলেও বেহালা পশ্চিমে প্রায় পাকাপাকিই ছিল শোভন চট্টোপাধ্যায়ের প্রার্থীপদের আসনটি। কিন্তু শোভন বাবু রাজি না হওয়ায়, সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি। ফলে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে দেখা যাবে এই সুন্দরি অভিনেত্রীকে। এদিকে বিজেপির হয়ে টিকিট পাবার পর বেহালা পশ্চিমে ১২৯নং ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের শীতলা মন্দিরে এসে পুজো দিয়ে প্রণাম করলেন তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। একই সঙ্গে দেওয়াল লিখনেও অংশগ্রহণ করলেন।

পাশাপাশি শ্রাবন্তী জানান, নিজের পাড়ায় এসেছি। নিজের ছোটবেলাটা আমার এখানে কেটেছে। এখান থেকে আমি বড় হয়েছি। আমার খুব ভালো লাগছে। এই পাড়ার মেয়ে আমি। এখানে এসে খুব খুশি আমি। তিনি আরও বলেন, আমি এত দিন টেলিভিশনের পর্দায় ছিলাম। এবার সাধারণ মানুষের সঙ্গে আমি থাকব। তাদের জন্য কাজ করব। তার বিপরীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছে জেনে শ্রাবন্তী বলেন, আমার বিপরীতে হেভিওয়েট প্রার্থী আছে, এটা নিয়ে খুব চিন্তা করছি না। আমি সৃষ্টকর্তাকে খুব বিশ্বাস করি। আমি এখানকার মেয়ে। আশা করি, এখানকার বাসিন্দারা আমার সঙ্গে থাকবে।

প্রসঙ্গত ১৮ ই মার্চ প্রার্থীতালিকায় নিজের নাম ফুটে ওঠার পর শ্রাবন্তী জানান, ‘দেশের জন্য কাজ করার এক বড় সুযোগ পেয়েছি। এই জন্য আমি দলকে ধন্যবাদ জানাতে চাই। আমি একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। অনেক পরিকল্পনা রয়েছে। মানুষের জীবনের সঙ্গে খেলা হবে না, কাজ করব, উন্নয়ন করব।’