কংগ্রেস, বাম, তৃণমূলকে তো দেখেছেন, একবার বিজেপিকে সুযোগ দিন, খড়গপুরে থেকে মোদী

62

আর মাত্র দিন সাতেকের অপেক্ষা। তারপরই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ভোট প্রচারে নেমে গিয়েছে তৃণমূল – বিজেপি থেকে জোটেরা। এদিকে আজ খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ভোটপ্রচারে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখার সময় মোদী জানান, সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানি রাসমণির। ‘মানুষের এই উৎসাহ বলছে, বাংলায় এবার বিজেপি সরকার।’ পাশাপাশি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’

একনজরে দেখে নিন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠ থেকে আজ কি কি বললেন মোদী…

১. আপনারা তো কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। একবার আশীর্বাদ দিন, আসল পরিবর্তন আনবে বিজেপি।

২. আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব।

৩. আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।

৪. বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়ে। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি।

৫. বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে হয়।

৬. দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন।

৭. দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের। দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়।

৮. দেশে প্রায় ৩৫ বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। গোটা দেশে এই নতুন শিক্ষানীতির প্রশংসা করা হচ্ছে। স্থানীয় ভাষায় লেখাপড়ায় জোর দেওয়া হয়েছে। আমরা চাই গরিবের সন্তানও ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ভাষার জন্য তাঁদের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু দিদি তারও বিরোধিতা করছেন।

৯. দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না।

১০. দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে।

১১.বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বাম, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে।

১২. দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন।

১৩. একদিকে দেশ সিঙ্গল উইনডো সিস্টেমের দিকে এগিয়ে চলেছে। কিন্তু বাংলায় অন্যরকমের সিঙ্গল উইনডো চলছে। বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো।

১৪. বাংলায় এখন মাফিয়া উদ্যোগ চলছে। কংসাবতী নদীর অবৈধ বালি খনন কার সঙ্গে যুক্ত সবাই জানে। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে।

১৫. বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। ২০১৮-য় পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না।

১৬. দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।