এবার থেকে রাস্তার গরুকে ‘অনুসরন’ করবে সিভিক ভলান্টিয়ারা!

196

এবার রাস্তার গরুকে ‘ফলো’ করার দায়িত্ব পেল কাটোয়া শহরের সিভিক ভলান্টিয়ারা। কিন্তু কেন এই অদ্ভুত দায়িত্ব পেল তাঁরা, সেই বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, সকাল হলেই শহরের কাছারি রোড, স্টেশনবাজারের চৌরাস্তা, সুবোধ স্মৃতি রোড, রেলগেট-সহ বিভিন্ন রাস্তার দখল নেয় গরুর পাল। তারা রাস্তায় ঘুরে ঘুরে ফেলে দেওয়া শাকসবজি খায়। কখনও দোকানে দোকানে গিয়েও হানা দেয়। যেকারনে এলাকাজুড়ে ঘুরে বেড়ানো গরুগুলিকে দেখে ভয় পাচ্ছেন অনেকেই। তাই কাটোয়া ট্রাফিকের ওসির তরফে এমন অভিনব নির্দেশ পালন করতে ব্যস্ত দিশেহারা সিভিক ভলান্টিয়াররা। মূলত, এই সিভিক ভলান্টিয়ারদের কাজ রাস্তা দখল করে বসে থাকা গরুর মালিককে খোঁজার। আর তা ঠিকমতো করতে হলে প্রতিদিন সন্ধেবেলা রাস্তায় ঘুরে বেড়ানো গরুগুলির পিছন পিছন গোয়াল পর্যন্ত যেতে হবে তাদের।

উল্লেখ্যে এবিষয়ে ওসি সংগ্রাম মহিতে বলেন, “কাটোয়া শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে অনেকদিন ধরেই দিনভর কিছু গরু ঘুরে বেড়ায়। ফলে যানজট হয়। আমরা গরুগুলির মালিকদের খুঁজে বের করে সতর্ক করেছি, তাঁরা যেন এভাবে নিজের পোষ্যদের ছেড়ে না দেন।” সংগ্রামবাবু আরও জানিয়েছেন, রাস্তা থেকে গরুর পালকে সরিয়ে দিতে সিভিক ভলান্টিয়ারদের বলা হয়েছে যে সন্ধেবেলায় গরুগুলি যখন গোয়ালমুখো হবে, তখন তাদের পিছু নিয়ে সোজা মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে হবে। দেখতে হবে মালিক কারা। এবং তারপর তাঁদের ফের সতর্ক করে দিতে হবে।