অপদার্থ, মাথামোটা! অনুব্রতর মন্তব্যে বিপাকে মমতা?

180

গত বৃহস্পতিবার বর্ধমানের একটি সভা থেকে অনুব্রত মন্ডল বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী ২০ বার চীনে গিয়েছেন। উনি হলেন চীনের দালাল। তাই ভারত চিনকে যোগ্য জবাব দিতে পারছে না। তাঁর ভুলের জন্যই দেশের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন। দেশে এই রকম অপদার্থ প্রধানমন্ত্রী থাকলে সেনারা এভাবেই মারা যাবেন। আর এবার আউশগ্রামে দলীয় এক সভা থেকে কেষ্ট বাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনের সঙ্গে যুদ্ধের দাবি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই হিম্মত নেই। সাথেই অমিত শাহকেও মাথামোটা বলে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল।

এদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনের কোম্পানিগুলিকে টেলিকম সেক্টর, বিমান কিংবা রেলের কাজে না ঢোকানোর পক্ষে বলেছিলেন। পাশাপাশি ভারত জিতবে, চিন হারবে বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি কোথাও চিনের সঙ্গে যুদ্ধের দাবি করেননি। ফলে অনুব্রত মণ্ডলের দাবি নিয়ে সংশয় তৈরি হয়েছে।