বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

222

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। তাঁর বাড়ি মেড়তলা পঞ্চায়েতের দক্ষিণ সাজিয়াড়া গ্রামে।

জানা গিয়েছে, থানার কম্পিউটার সেকশনে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে গত দু’বছর ধরে তাঁর শারীরিক সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার আচমকাই নাদনঘাট থানার গৌরাঙ্গপাড়ায় ওই ছাত্রীটি সিভিক ভলেন্টিয়ারের চলন্ত বাইক থেকে লাফিয়ে পড়েন। তাঁদের দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। এলাকায় স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে অকুস্থলে আসে নাদনঘাট থানার পুলিস। দু’জনকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীর সঙ্গে মেলামেশার কথা অস্বীকার করে অভিযুক্ত। এরপরই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। ইতিমধ্যেই ওই ছাত্রীকে গোপন জবানবন্দি ও মেডিক্যাল পরীক্ষার জন্য কালনায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, রবিবার ধৃতকে কালনা আদালতে পাঠানো হয়।