Breaking: তৃনমূলের প্রার্থী তালিকা ঘোষণা?

39

গত লোকসভায় ছিল বাম বনাম তৃনমূল কিন্তু এবার তথা ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যেই যে মূল লড়াই হবে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। এবং এই নির্বাচনী লড়াইয়ে দুই দলের তরফে রাজ্যের মোট ৪২ টি লোকসভা কেন্দ্রে ঠিক কারা কারা প্রার্থী হবে এখন তার দিকেই নজর রয়েছে সকলের। তবে এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার কালীঘাটে বিশেষ নির্বাচনী বৈঠকে বসছে তৃনমূল। এই বৈঠকে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ কমেটির ১২ জন সদস্য ও সমস্ত জেলার সভাপতিরা উপস্থিত থাকবেন বলে খবর। এবং সেখানে লোকসভা ভোটের চূড়ান্ত রণকৌশল ঠিক করবেন মমতা। এদিকে বিশ্বস্ত সূত্রের খবর, ওইদিনেই ঘোষণা হতে পারে তৃনমূলের প্রার্থী তালিকা। তবে রীতি অনুযায়ী সাধারণত বুধবার কিংবা শুক্রবার এই ঘোষণা করে থাকেন মমতা । কারন এই দুই দিনকে দিদি তাঁর দলের জন্য শুভ বলে মেনে আসেন ।

তবে বাংলায় মহাজোটের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে।