পূর্ব বর্ধমান বাসীর জন্য খুশির খবর শোনাতে বেরিয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

193

পূর্ব মেদিনীপুর জেলার সফরের পর আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পূর্ব বর্ধমানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জানা গেছে,এদিনের কর্মসূচি থেকে পূর্ব বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি, গুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিনের সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। বৈঠক শেষে এদিন বর্ধমান শহরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ মিটিং শুরু করবেন। তিনি কলকাতা থেকে সরাসরি সড়কপথে আসবেন। তবে, আকাশপথে আসার জন্যও ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হতে পারে। সেকারণে সড়কপথে সরাসরি গাড়িতে করেই তাঁর আসার কথা। মুখ্যমন্ত্রীর সফরের জন্য গোটা শহর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রবিবারও নিরাপত্তার বিষয়টি নিয়ে বর্ধমান শহরের টাউনহলে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে জেলার পুলিস সুপার থেকে ডিআইজি, আইজি সকলেই উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে বর্ধমান শহর থেকে সড়কপথে হুগলির গুড়াপে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।