দিলীপের জায়গা ছিনিয়ে নেবার জন্য যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু

43

দিলীপ গড়ে থাবা বসাতে নয়া মাস্টারস্টোক দিতে চলেছেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপি দখল করেছে।ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।এর আগে তিনি খড়্গপুরের বিধায়ক ছিলেন।সেই সিট বর্তমানে ফাঁকা।সেই কারনে ওই বিধানসভায় উপনির্বাচন চলতি বছরের শেষের দিকে হতে পারে বলে সূত্রের খবর।সেই কারনে দিলীপ গড়ে থাবা বসাতে নয়া পদক্ষেপ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।অর্থাৎ খড়্গপুরকে মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত।সকল বর্ন,ধর্মের মানুষের বসবাস।এবার খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে ডি আর এম ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল।

তৃণমূল সূত্রে খবর,ডি আর এম অফিস অভিযানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।এছাড়াও সাংসদ মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি, সহ জেলার বিভিন্ন নেতৃত্বরা।

জানা গেছে,যে দাবিগুলি নিয়ে তৃণমূল ডি আর এম অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে।
মূলত পাঁচটি মুখ্যদাবী,
1.রেলওয়ে ভগ্নপ্রায় কোয়ার্টারগুলির সংস্কার।

2.রেলওয়ে কলোনিগুলিতে রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা।

3.রেলওয়ে বস্তি এলাকার রাস্তাঘাট ,শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা।

4.অবিলম্বে টাউন থানার সামনে ভাঙ্গা ব্রিজটির পূণর্নিমান।

5.খড়্গপুর বাস স্ট্যান্ডের পরিকাঠামোর উন্নতি এবং পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা।

রাজনৈতিক মহল মনে করছে,খড়্গপুরে এই সমস্যাগুলি বহুদিনের।বিধানসভায় বিজেপি জেতার পর ও এই সব সমস্যার সমাধান করতে পারেনি।অর্থাৎ দিলীপ ঘোষ ব্যর্থ হয়েছেন।এবার উপনির্বাচনে আগে তৃণমূল কংগ্রেস যদি এই সমস্যাগুলির পন্থা বার করতে পারে তাহলে কেল্লাফতে।উপনির্বাচনে তৃণমূলের জয় কেউ আটকাতে পারবে না।এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।এখন দেখার বিষয় আদৌতে খড়্গপুরের এই সমস্যার সমাধান করতে পারে কি না তৃণমূল।সেই দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।