শুভেন্দুর তোলা অভিযোগের পাল্টা জবাব দিতে নয়া পদক্ষেপ তৃণমূলের!

461

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তৃণমূল ও বিজেপির মধ্যে বাড়ছে রাজনৈতিক বিরোধীতার পারদ। যা গতকাল দেখেছে ঘাটাল – দাসপুরের মানুষ। এবার তারই পাল্টা হিসেবে সোমবার জনসভা করবে শাসক দল ।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের সমর্থনে জনসভা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় দলের সুপ্রিমো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তারই পাল্টা হিসেবে একই মাঠে জনসভা করবে তৃণমূল কংগ্রেস। এমনটাই সূত্র মারফত জানা গেছে।

পাল্টা সভা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘শুভেন্দু অনেক অসত্য কথা বলে গিয়েছেন। অনেক কটুক্তি ও করেছেন। সেইটার জবাব জনসমক্ষে আনা প্রয়োজন বলে আমরা মনে করছি। পাশাপাশি অজিত মাইতির দাবি, শুভেন্দু পাঁশকুড়া ,মেছেদা থেকে লোক নিয়ে গিয়ে সভা করেছেন।’ শুভেন্দুকে অজিত মাইতির চ্যালেঞ্জ,বিজেপির ৪ গুন বেশি লোক করে দেখাবে তৃণমূল।