দাঁতন থেকেই ঘুরে দাঁড়াবে তৃণমূল, আদাজল খেয়ে নেমে পড়লেন অভিষেক

220

নীলবাড়ি এবার কার দখলে তা ২রা মে জানা গেলেও, নীলবাড়ি দখলের জন্য জোড়া ফুল থেকে পদ্মফুল কিংবা জোটের প্রার্থীরা আদাজল খেয়ে নেমে পড়েছে। এদিকে প্রার্থীদের হয়ে মাঠে নামছেন দলের হেভিওয়েট নেতৃত্বরা। তাই এবার পশ্চিম মেদিনীপুরের প্রথম দফার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছে তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। দাঁতনের মোহনপুরে একটি সভা রয়েছে অভিষেকের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি প্রস্তুতি রাখা হয়েছে হেলিপ্যাড। এখানে সভা শেষ করে হেলিকপ্টারই তিনি আবার উড়ে উড়ে যাবেন চন্দ্রকোনাতে। সেখানে আরও একটি সভা রয়েছে তাঁর। দিনের শেষে অভিষেকের রোড শো রয়েছে পশ্চিম মেদিনীপুর শহরে।

এদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি সহ বেশ কিছু বিধানসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্বের কারনে জোড়াফুল অনেকটাই শুকিয়ে পড়েছে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এবং অন্তর্দ্বন্দ্ব থামাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সভা করানো হচ্ছে এই দাঁতন মোহনপুর এলাকায়।