আজকের অপমান আমাদেরকে থামাতে পারবে না, মুখ খুললেন শোভন ও বৈশাখী

70

লোকসভা ভোট পরবর্তী অধ্যায়ে বৈশাখীকে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। কিন্তু শুরুর দিন থেকেই বিজেপি নেতৃত্বের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁদের। তবে গত নভেম্বর মাসে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর কলকাতা জোনের দায়িত্ব পান শোভন চট্টোপাধ্যায়। এরমধ্যে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাও রয়েছে। ফলে বৈশাখীকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতা কার্যত চষে ফেলেছেন শোভনবাবু। কিন্তু গতকাল জানা যায়, বেহালা পূর্বের প্রার্থী না করায় বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পরই তাঁরা বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন বলে শোনা গিয়েছে। তবে শোভন-বৈশাখীর দলত্যাগ প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে কর্মীরা নিয়ম মেনেই কাজ করেন। দল যাকে যা নির্দেশ দিয়েছেন, সেই মতো কাজ করতে হবে। কেউ তা না করতে পারলে, তাঁরা নিজেদের মতো ভাববেন। কেউ দলের শৃঙ্খলার বাইরে নন। এদিকে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, বেহালা পূর্বের টিকিট না দেওয়া তাঁর কাছে নৈতিক পরাজয়। অন্যদিকে, বৈশাখীকে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এ নিয়েই অসন্তোষের সূত্রপাত। রবিবার ফেসবুকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শোভন চিরদিনই আমার আইকন থাকবেন। আজকের অপমান আমাদের উদ্যমকে থামাতে পারবে না। আমরা লড়াই করে জিতব। ষড়যন্ত্র বেশিক্ষণ স্থায়ী হয় না। বেহালা পূর্বের মানুষ আপনাকে ভালোবাসে। এটাই আমাদের সবথেকে বড় শক্তি।