বিশ্বের সবচেয়ে ছোট ‘আশোক স্তম্ভ’ তৈরি করে রাজ্যবাসীকে তাক লাগালেন মেদিনীপুরের শুভজিৎ

একটা পেনসিলের ডগার লুকিয়ে থাকে নানা শিল্প সৃষ্টির চাবিকাঠি, সে কাগজই হোক, কিংবা ক্যানভাসই । মূলত আমাদের শিল্পের একদম প্রথম ভূমিকা থাকে পেন্সিলের (pencil) । সে নিজেকে নিঃশেষ করে শিল্প সৃষ্টিতে সাহায্য করে। কিন্তু সে যখন নিজেই শিল্পকর্ম হয়ে ওঠে তখন কেমন লাগে! তবে এনার এই পেন্সিলের শিশকেই শিল্পকর্মের মাধ্যম হিসেবে বেঁছে নিলেন পশ্চিম মেদিনিপুরের এক যুবক ।

ছোট থেকে  মনের মধ্যে কোথাও যেন লুকিয়ে ছিল আর পাঁচটা মানুষের থেকে নিজেকে একটু অন্য ভাবে গড়ে তোলার স্বপ্ন। আর এই স্বপ্নকে সত্যি করতে সবসময় ব্যতিক্রমী ধারণার দিকে লক্ষ্য ছিল তার। আর এই লক্ষ্য অবশেষে পূরণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের ৩ নং ওয়ার্ডের ছেলে শুভজিৎ প্রামানিক। মাত্র ২ ঘণ্টা সময় ব্যয় করে পেন্সিলের শিশের ওপর শুভজিৎ ফুটিয়ে তুললেন ৪.৫ মিলিমিটার উচ্চতা বিশিষ্ট ‘আশোক স্তম্ভ’ (ashok stambh) । উল্লেখ্য, গিনেস বুকের তথ্য বলছে এখনও পর্যন্ত এত ছোট আশোক স্তম্ভ আর কেউ তৈরি করতে পারেননি। প্রয়োজন ম্যাগনিফাইং গ্লাস! আর এমন শিল্পকীর্তি ফুটিয়ে তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন শুভজিৎ প্রামানিক ( subhajit pramanik) ।

প্রসঙ্গত, এর আগে উচ্চতায় মাত্র ৫.৫ মিলিমিটার, চওড়ায় ৪ মিলিমিটার বিশিষ্ট পেনসিলের ডোগায় সূক্ষ্ম সূচ লাগিয়ে বিশ্বের ছোট দুর্গা ঠাকুর তৈরি করে ইন্ডিয়া রেকর্ড বুকে নাম তুলেছিলেন মেদিনীপুরের যুবক প্রসেনজিত্‍ কর