সন্ধ্যে নামতেই বৈশাখী ও শোভনের সম্পর্কে জোরদার খবর। জেনে নিন একটি মাত্র ক্লিকে

81

লোকসভা ভোট পরবর্তী অধ্যায়ে বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। কিন্তু শুরুর দিন থেকেই বিজেপি নেতৃত্বের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁদের। অনেকেই মনে করেছিলেন, ফের তৃনমূলে ফিরতে চলেছেন তারা। তবে ভাইফোঁটার দিন যে ইঙ্গিত আরও প্রকট হয়। অর্থাৎ সেদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন, সঙ্গে ছিলেন বৈশাখী। তারপর কলকাতা চলচ্চিত্র উৎসবেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। আর তার একসপ্তাহ পেরতে না পেরতেই এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, , ‘কিছুদিন অপেক্ষা করুন। আমার মতো সামান্য শিক্ষিকার বিজেপিতে দরকার নেই। তাই বিজেপিতে আমি থাকলাম কি না থাকলাম, তাতে বিজেপির কিছু যায় আসে না।’

উল্লেখ্য, আজ দুপুর তিনটে নাগাদ বৈশাখী বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর অফিসে পৌঁছন। প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে তিনি বলেন, ‘আমার কলেজে নানা সমস্যা। দীর্ঘদিন ধরে গভর্নিং বডি নেই, তাই আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না। ওনাকে সব জানালাম। উনি আশ্বাস দিয়েছেন যে যথাযথ ব্যবস্থা নেবেন। উনি সবসময়েই আমাদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। আমরা এতজন যে আজ কাজ করছি, তা ওনারই জন্য। তবে শোভনের সঙ্গে পার্থ বাবুর কি কথা হয়? বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ‘ওনারা দীর্ঘদিনের সহকর্মী। এক সহকর্মীর সঙ্গে আরেকজনের কথাবার্তা হবে, সেটাই স্বাভাবিক। না হলেই অস্বাভাবিক। তবে কী কথাবার্তা, তা আমার পক্ষে বলা সম্ভব না।’