এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা পুলিস সংঘর্ষে উত্তপ্ত ঝলকা!

এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা পুলিস সংঘর্ষে উত্তপ্ত ঝলকা!
পশ্চিম মেদিনীপুর জেলার বাঁশগেড়্যা (ঝলকা চাতাল) এলাকায় আজ দুপুর দেড়টা নাগাদ এক বাইক ও ট্রাকের মধ্যে পথ দুর্ঘটনা ঘটে। বাইকের পিছনে বসে থাকা মহিলা ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পড়ে সেখানেই মহিলার মৃত্যু হয়। বাইক চালক ও মহিলার বাড়ি দাসপুর থানার নাড়াজোল এলাকায় বলে স্থানীয় সূত্রের খবর।
ঘটনা স্থলে ট্রাক থেকে পুলিসের তলা তুলার জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
এর পরেই সামনা সামনি গ্রাম থেকে কয়েকশো গ্রামবাসী ছুটে আসেন। পুলিস ও জনতার মধ্যে সংঘর্ষ বেঁধেযায়। মারমুখি জনতাকে সামালদিতে হিমসিম খায় কেশপুর পুলিস।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনি এসে পৌঁছলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে কেশপুর পুলিস।

এদিকে এই ঘটনার জেরে প্রায় তিন ঘন্টা কেশপুর দাসপুর রুটে বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পশ্চিম মেদিনীপুর জেলায় এ ঘটনা নতুন নয় প্রায়শই পুলিসের তাড়ায় ট্রাকের ধাক্কায় সাধারণ মানুষের প্রাণ যায়,তবুও নির্বিকার প্রশাসন। অথচ ঘটা করে এই পুলিশই সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার করে!