শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মাও পোস্টার

মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার মুড়াকাটায়। সাত সকালেই এবার এবার সেখানে মিলল মাওবাদী পোস্টার।এদিন সকালে মুড়াকাটায় রাস্তার ধারে লাল কালিতে লেখা পোস্টারগুলি পড়ে থাকতে দেখা যায় ।

পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন সঙ্ঘবদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। রয়েছে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘মাথা’ চেয়ে পোস্টার। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ‘মাথা’ চেয়েও পোস্টার পড়েছে। প্রসঙ্গত, বুধবার-ই মাওবাদী সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়।

রাজুজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা। জঙ্গলমহলে হারানো জমি ফেরানোর মরিয়া চেষ্টা শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরেই সতর্ক করছিলেন গোয়েন্দারা। সেই আশঙ্কা-ই সত্যি হল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবারই গোয়ালতোড়ের মাকলি থেকে দুই ছাত্র সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের দাবি ছিল, ধৃতদের কাছ থেকে মাও নেতা আকাশের নামের লিফলেট ও পুস্তিকা উদ্ধার হয়েছে।