ঐতিহাসিক নবকুঞ্জ মেলার বাঁধা হয়ে দাঁড়াল করোনা ভাইরাস

93

বিশ্বজুড়ে করোনার থাবায় মৃত্যুর পথযাত্রী হচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে কলকাতা শহরে করোনায় আক্রান্ত এক রোগীর সন্ধান মেলায় গতকাল থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লন্ডন থেকে কলকাতায় আসা আক্রান্ত ছাত্রকে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাঁর বাবা, মা এবং গাড়ির চালককে রাখা হয়েছে কলকাতার রাজারহাটে নির্মিত কোয়ারেন্টিনে। আর এবার করোনা ভাইরাসের জেরে জনসমাগম এড়াতে স্থগিত করা হল চন্দ্রকোনার প্রাচীন ঐতিহাসিক নবকুঞ্জ মেলা । মেলা কমিটির বৈঠকে নিজেরাই এহেন সিদ্ধান্ত নেন। সূত্রের খবর,স্থানীয় পুলিশ প্রশাসনকে ও এ বিষয়ে জানিয়ে দেবে মেলা কমিটি।

প্রতি বছর বাংলার চলতি চৈত্র মাসের ১৩ তারিখে নবকুঞ্জ মেলা শুরু হয়।হাতে আর কয়েকটা দিন বাকি।ইতিমধ্যে মেলা চত্বরে দোকানের স্টলও পড়ে গিয়েছিল।মেলা কমেটির সিদ্ধান্ত,মেলায় প্রচুর জনসমাগম হয়।যেহেতু রাজ্য সরকারের তরফে ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছে।সেই কথা মাথায় রেখে মেলা আপাতত স্থগিত রাখার হবে।

প্রসঙ্গত, ১৩৫৭ সাল থেকে চলে আসছে চন্দ্রকোনা পুরসভা ৫ নং ওয়ার্ডের নবকুঞ্জ তলায় ৯ দিন ব্যাপী এই মেলা।চন্দ্রকোনার এই মেলা সম্প্রীতির মেলা হিসেবে পরিচিত। হিন্দু ,মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ মেলার সাথে যুক্ত।এবার সেই মেলায় বাঁধা হয়ে দাঁড়াল করোনা ভাইরাস।