BREAKING: শুক্রবার ভোরে ফাঁসি নির্ভয়ার চার অপরাধীর, জানিয়ে দিল দিল্লি আদালত !

40

দিল্লি: সব আইনি সাহায্য শেষ।শুক্রবার ভোরে ফাঁসি নির্ভয়ার চার অপরাধীর।জানিয়ে দিল দিল্লি আদালত।দ্বিতীয়বার নির্ভয়ার চার খুনি- ধর্ষক প্রাণভিক্ষার আবেদন করেছিল রাষ্ট্রপতির কাছে।বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন তিনি।সুতরাং আর কোনো আইনি জটিলতা থাকলো না।২০ মার্চ অর্থাৎ আগামীকাল ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডের চার ধর্ষকের।

দিল্লি কোর্টের মৃত্যু পরোয়ানা অনুযায়ী,শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় তিহার জেলে তাঁদের ফাঁসি হবে।

ইতিমধ্যেই ফাঁসির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিহারের তিন নম্বর জেলে।এর আগে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট পবন গুপ্তারে কিউরেটিভ পিটিশন খারিজ করেছে।বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে ৬ জন বিচারপতির বেঞ্চ এই আর্জি নাকচ করে দিয়েছে।জানা গেছে,মুকেশ সিং,অক্ষয় ঠাকুর,পবন গুপ্তা ও বিনয়কে একইসঙ্গে ফাঁসি দেওয়া হবে।তাঁদের ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে।

এর আগে তিনবার আইনি জটিলতার কারনে নির্ভয়ার দোষীদের ফাঁসি স্থগিত হয়ে যায়। আগামীকাল অর্থাৎ ২০ মার্চ তাঁদের ফাঁসির দিন ঘোষণা করেছে আদালত।