ক্যাবের বিরোধীতায় পথে নেমে বিজেপিকে দুষলেন সাংসদ মানস ভুঁইয়া!

46

যখন কলকাতার রাজপথে এনআরসি ও ক্যাবের বিরোধীতায় পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে যুব তৃণমূলের উদ্যোগে এনআরসি ও ক্যাবের বিরোধীতায় বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করলেন হাজার হাজার কর্মী সমর্থক।এদের সঙ্গে পা মেলান তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া,এলাকার বিধায়ক গীতা ভুঁইয়া,পঞ্চায়েত সমিতির সভানেত্রী হাজরা বিবি, যুব তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স, তরুন মিশ্র,স্বপন মাইতি সহ একাধিক নেতৃত্বরা।এমনকি আজকের এই পদযাত্রায় সামিল হয়েছিলেন অধ্যাপকরা।আজ সবং কলেজের  গেট থেকে পদযাত্রাটি শুরু হয় শেষ হয় তেমাথানী বাজারে।

 

এদিন পদযাত্রার শেষে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া। সেখানে তিনি বলেন,নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন।আমাদের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন ভারত বিভাজনকারী এনআরসি এবং সিএবি যা আইনে রূপান্তরিত হয়েছে সিএএ পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না।মমতা ব্যানার্জি বলিষ্ঠভাবে ঘোষনা করেছেন।আবির খেলে দেশটাকে ভাগ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।কিছু লোক উত্তেজনা ছড়িয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে।যা ভারতীয় জনতা পার্টির একটা ব্লু-পিন্ট।আমরা এর তীব্র নিন্দা করছি।জনসাধারণের উদ্দেশ্যে মানস ভুঁইয়া এদিন বার্তা দেন।তিনি বলেন,আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না।কোনো শান্তিভঙ্গ কারী আন্দোলনের স্বীকার হবেন না।সবাই নিশ্চিন্তে থাকুন।আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের রক্ষা করে চলেছেন শ্রীমতি মমতা ব্যানার্জি তিনি ঘোষনা করেছেন বাংলার মাটিতে এনআরসি ও হবেনা সিএবিও হবেনা।